Thursday, 5 January 2017

রবি





মানব জীবন গ্রহ দ্বারা সঞ্চালিত । পূর্ব জন্মের কর্মের হিসাব আমরা গ্রহের অবস্থানের উপর আমরা জানতে পারি । কেউ দুঃখে জীবন অতিবাহ করছে । কিছু সময়ের তার জীবনে সুখময় হয়ে ওঠে । সুখ দুঃখ মানুষের জীবনে মহত্বপূর্ণ ঘটনা । সুখের পর দুঃখ আর দুঃখের পর দুঃখ । কিছু মানুষের জীবনে মৃত্যু পর্যন্ত দুঃখ ভোগ করতে হয় । প্রত্যেক গ্রহ মানব জীবনে আলাদা আলাদা প্রভাব ফেলে । রবি গ্রহের অবস্থান দেখে সূর্য আপনার জন্ম কুণ্ডলী তার শুভ অশুভ প্রভাব জানা যায় । সূর্য আপনার জীবনে অশুভ অবস্থায় থাকলে অনেক দুঃখের সামনে দাঁড়াতে হয় । বিভিন্ন প্রকার পুজাপাঠ যজ্ঞ প্রভৃতি জাতক তার অশুভ প্রভাব কমিয়ে আনতে পারে ।


No comments:

Post a Comment